আসন্ন অক্টোবর মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি সাদা বলের সিরিজ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এর মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সিরিজটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকতে পারে এবং ম্যাচগুলো দুবাইয়ে অক্টোবরের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কারণ অক্টোবরের দ্বিতীয়ার্ধে উভয় দলেরই ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে—বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ আর আফগানিস্তান সফর করবে জিম্বাবুয়ে।
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ অ্যাওয়ে সিরিজ খেলার কথা থাকলেও, খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে সেটি স্থগিত করেছিল বিসিবি। সে সিরিজে ছিল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি।
পরবর্তীতে আফগানিস্তান বোর্ড জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় সিরিজ আয়োজনের প্রস্তাব দিলেও, বিসিবি মনে করে ওই সময় ভারতের আবহাওয়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য অনুকূল নয়।
বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে বলেন,’আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সম্ভাব্য সিরিজ নিয়ে, যা স্থগিত হওয়া ২০২৩ সালের সিরিজের অংশ। দুইটি টেস্ট ম্যাচ পরবর্তীতে সুবিধামতো সময়ে আয়োজন করা হবে।’
তিনি আরও জানান, ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, তবে সব কিছু ঠিকঠাক থাকলে সিরিজটি এই বছরের অক্টোবরেই অনুষ্ঠিত হতে পারে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সৈয়দ নাসীম সাদাতও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, যদিও এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
বিডি প্রতিদিন/মুসা