টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার লাল বলের পরীক্ষায় নামছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ার ঘরোয়া দল দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। শনিবার (১৭ আগস্ট) ম্যাচটি সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবচেয়ে বড় চমক এসেছে নেতৃত্বে। জাতীয় দলের হয়ে একটি মাত্র টেস্ট খেলা এবং ঘরোয়া ক্রিকেটে খুব একটা অধিনায়কত্ব না করা মাহিদুল ইসলাম অঙ্কনকে আস্থা রেখে ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে।
এই সিরিজে মূলত তারুণ্যনির্ভর দল গড়েছে নির্বাচক প্যানেল। জাতীয় দলের আশেপাশে থাকা কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে উঠতি পারফর্মারদের মিলিয়ে গঠিত হয়েছে স্কোয়াড।
দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাইফ হাসান, ইয়াসির আলী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দীপু। বল হাতে আছেন হাসান মাহমুদ, হাসান মুরাদ, রিপন মণ্ডল এবং মুসফিক হাসান।
এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারউইনে, সেখানে এখন চলছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। চার দিনের এই একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ২৮ আগস্ট এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন এমন কয়েকজনকেও রাখা হয়েছে লাল বলের স্কোয়াডে। তাদের মধ্যে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড (চার দিনের টেস্ট ম্যাচের জন্য):
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরী, রাকিবুল হাসান, নাইম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুসফিক হাসান, মো. এনামুল হক, হাসান মাহমুদ।
বিডি প্রতিদিন/মুসা