আফগানিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্বে সাবেক আইরিশ ক্রিকেটার |


আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে আবারও দায়িত্ব পেলেন আয়ারল্যান্ডের সাবেক অলরাউন্ডার জন মুনি। ছয় বছর আগে এই একই ভূমিকায় দায়িত্ব পালন করেছিলেন তিনি। বুধবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মুনিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলেন মুনি। এবার দ্বিতীয় দফায় তাকে দায়িত্ব দেওয়া হলো। যদিও তার সঙ্গে ঠিক কতদিনের চুক্তি হয়েছে, তা জানায়নি এসিবি। সামনে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপকে ঘিরে আফগান দলের ক্যাম্পে শিগগিরই যোগ দেবেন তিনি।


ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে আফগানিস্তান, পাকিস্তান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ মাঠে গড়াবে ২৯ আগস্ট থেকে। এরপর শুরু হবে এশিয়া কাপ, ৯ সেপ্টেম্বর।


আন্তর্জাতিক ক্যারিয়ারে জন মুনি খেলেছেন ৬৪টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডেতে ৯৬৩ রান ও ৪৮ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৩১ রান ও ১০ উইকেট রয়েছে তার নামের পাশে। অংশ নিয়েছেন ২০০৭, ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ এবং দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১৫ সালে খেলার মাঠ থেকে বিদায় নেওয়ার পর কোচিংয়ে মনোযোগ দেন মুনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে লেভেল ১, ২ ও ৩ কোচিং সার্টিফিকেট অর্জন করেছেন তিনি।


আফগানিস্তান ছাড়াও মুনি কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দল এবং আয়ারল্যান্ড নারী দলের সঙ্গে।


এদিকে, নতুন ফিজিওথেরাপিস্ট হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার নিরমালান থানাবালাসিংগামকে। থানা এর আগে কাজ করেছেন ডেসার্ট ভাইপার্স, নিউ সাউথ ওয়েলস, রংপুর রাইডার্স, মন্ট্রিয়ল টাইগার্স এবং সিডনি থান্ডার্সের সঙ্গে।


বিডি প্রতিদিন/মুসা





Source from Bangladesh Pratidin