ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫ |


ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৩০০ যাত্রী নিয়ে চলা ‘কেএম বার্সেলোনা ভিএ’ নামের জাহাজটিতে আগুন লাগার পর অন্তত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ঘটনাটি ঘটেছে রবিবার (২০ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে। জাহাজটি মানাডো বন্দরের উদ্দেশে যাচ্ছিল। পথে উত্তর মিনাহাসা রিজেন্সির তালিস দ্বীপের কাছে পৌঁছালে হঠাৎ করেই আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই জাহাজ থেকে সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েন।


ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (BASARNAS) জানিয়েছে, এখন পর্যন্ত ২৮৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে সহায়তা করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরও তিনটি জাহাজ এবং আশপাশে থাকা মাছ ধরার ট্রলারগুলোও এগিয়ে আসে।


সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ঘটনাটির ভয়াবহতা তুলে ধরা ভিডিও। তাতে দেখা গেছে, আগুনে দাউ দাউ করে জ্বলছে জাহাজটি। অনেকে জাহাজের ডেকে ভিড় জমিয়ে সাহায্যের অপেক্ষায় ছিলেন, কেউ কেউ আবার শিশুদের কোলে নিয়ে সাগরে লাফ দিয়েছেন। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজের কর্মীরা যাত্রীদের লাইফ জ্যাকেট পরাতে সাহায্য করছেন।


জানা গেছে, আগুনে জাহাজটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকৃতদের মধ্যে অনেকে আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এদিকে, একদিন আগেই শনিবার (১৯ জুলাই) ভিয়েতনামের হালং উপসাগরে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে। সেখানেও প্রাণহানির ঘটনা ঘটে, যেখানে ক্রু মেম্বারসহ মোট ৫৩ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের, তবে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মৃতের সংখ্যা ৩৭ বলে উল্লেখ করা হয়েছে।


বিডি প্রতিদিন/মুসা





Source from Bangladesh Pratidin