ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার কড়া সমালোচনা উত্তর কোরিয়ার |


ইসরায়েলের গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখল করার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি ইসরায়েলের গ্যাংস্টারসুলভ মানসিকতার পরিচয়, যার লক্ষ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা।


বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়া ইসরায়েলের এই অপরাধমূলক দখলদারি পরিকল্পনার বিরুদ্ধে তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, যা গাজা উপত্যকার মানবিক সংকটকে আরও গভীরতর করছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতাকে চরমভাবে লঙ্ঘন করছে।


উত্তর কোরিয়া দাবি করেছে, ইসরায়েল যেন অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করে এবং পুরোপুরি গাজা উপত্যকা থেকে সরে দাঁড়ায়।


এদিকে, ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও সামরিক অভিযানে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৬১ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১১ হাজার মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


বিশ্লেষকদের মতে, প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে— সম্ভাব্যভাবে প্রায় ২ লাখ পর্যন্ত। দীর্ঘদিনের এই সংঘাতে গাজার অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে, এবং অঞ্চলটির বাসিন্দারা কার্যত গৃহহীন হয়ে পড়েছে।


সূত্র : টিআরটি গ্লোবাল


বিডি-প্রতিদিন/শআ





Source from Bangladesh Pratidin