ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার রাতে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার সময় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও ডেড সি অঞ্চলে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেন।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়। এতে লাখ লাখ ইসরায়েলি নাগরিক নিরাপত্তার খোঁজে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন। হামলায় ‘প্যালেস্টাইন ২’ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।
সারি বলেন, “৪০ লাখেরও বেশি ইহুদি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গাজার ওপর আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।”
ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাটি প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত এক মাসে ইয়েমেন থেকে এ পর্যন্ত ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
হুতি যোদ্ধাদের দাবি, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তারা ইসরায়েলের দিকে এখন পর্যন্ত মোট ৬৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৮টি অস্ত্রসজ্জিত ড্রোন ছুড়েছে। সূত্র : মেহের নিউজ।
বিডি-প্রতিদিন/শআ