রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর রাজধানীর শনির আখড়ায় অবস্থিত মীর নওয়াব আলী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা হয়।
বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আবদুল হান্নান মিলটনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুমন মিয়া, সদস্য সাগর, রায়হানসহ শুভসংঘের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়ার পূর্বে মসজিদের ইমাম মাওলানা মেজবাহ উদ্দীন যোহরের নামাজ শেষে নিহতদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে আবদুল হান্নান মিলটন বলেন, ‘বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুরো জাতি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় স্তব্ধ। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে—সে প্রার্থনাই করছি।’
শুভসংঘের সদস্যরা জানান, ‘এটি জাতির জন্য এক গভীর বেদনার ক্ষণ। এই দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়।’
বসুন্ধরা শুভসংঘ পরিবারের পক্ষ থেকে নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ