‘এই পরিবারগুলো ক্লান্ত এবং অপমানিত’ |


সম্প্রতি ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের জন্য দশ লাখ আফগানি রুপি (প্রায় ১৪,০০০ ডলার) অনুদান দিয়েছেন আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি সম্প্রতি।


বিষয়টি নিশ্চিত করেছে মোহাম্মদ নবির চ্যারিটি ফাউন্ডেশন।


আফগানিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি ইরান থেকে ফেরত আসা আফগানদের সাথে দেখা করেছি এবং নবি চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে তাদের ১০ লাখ আফগানি রুপি দিয়েছি। এই পরিবারগুলো ক্লান্ত এবং অপমানিত। তারা খালি হাতে ইরান থেকে ফিরে এসেছে।’


বিদেশ থেকে ফেরত আসা আফগান অভিবাসীদের সহযোগিতায় আফগান ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নবী বলেন, আমাদের অভিবাসীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসা দরকার। 


মোহাম্মদ নবি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে আফগান অভিবাসীদের সাথে দুর্ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আফগান অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’


সাম্প্রতিক সময়ে হাজার হাজার আফগান নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে ইরান সরকার। এতে বিপাকে পড়েছে আফগানিস্তান।


মোহাম্মদ নবি আফগানিস্তানের হয়ে ১৭৩টি ওয়ানডে, ১৩২টি টি-টোয়েন্টি আর ৩টি টেস্ট ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি আর ২৩টি ফিফটির সাহায্যে ৫ হাজার ৯৩৭ রান সংগ্রহ করেন। আর বল হাতে শিকার করেন ২৮১ উইকেট।


৪০ বছর বয়সি এই অলরাউন্ডার ক্রিকেট ক্যারিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন। জাতীয় দলে নান্দনিক পারফরম্যান্সের সুবাদে আইপিএল, বিপিএল, পিএসএল সহ বিশ্বের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন।


বিডি প্রতিদিন/নাজিম





Source from Bangladesh Pratidin