এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল |


এবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।


ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই দাবি করেছে।


বিবৃতিতে বলা হয়, “হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সুনির্দিষ্ট অস্ত্রশস্ত্র এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার।”


বিবৃতিতে আরও বলা হয়, শিন বেট নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে হামাসের ‘ঊর্ধ্বতন নেতৃত্বকে’ লক্ষ্যবস্তু করে সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে।


এদিকে, হামলার ব্যাপারে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হামাসের শীর্ষ নেতার বরাত দিয়ে বলেছে, দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অবস্থানরত শীর্ষ হামাস নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।


সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাটারা জেলার উপরে ধোঁয়া উড়তে দেখা গেছে। সূত্র: বিবিসি, সিএনএন, মিডল ইস্ট আই, আল-জাজিরা


বিডি প্রতিদিন/একেএ

 





Source from Bangladesh Pratidin