আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে কেবল একবার ওপেনিং করেছিলেন সাকিব আল হাসান—সেটিও ২০২১ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার ওপেনিংয়ে নামা একেবারেই বিরল। তবে ক্যারিবিয়ান অঞ্চলে চলমান ম্যাক্স৬০ টি-টেন লিগে সেই দৃশ্যই হয়ে উঠছে নিয়মিত।
মায়ামি ব্লেজের হয়ে টুর্নামেন্টে টানা দুই ম্যাচে ইনিংস উদ্বোধন করেছেন সাকিব। আজ গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে খেলেছেন ঝোড়ো এক ইনিংস—১১ বলে ২৯ রান, যাতে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।
কেইম্যান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে আগে ব্যাট করে মায়ামি ব্লেজ নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে তোলে ১১০ রান। সাকিব দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ ৪৫ রান আসে তিন নম্বরে নামা অ্যাঞ্জেলো পেরেরার ব্যাট থেকে।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকর ছিলেন সাকিব। ইনিংসের সপ্তম ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও নবম ওভারে ৯ রান দিয়ে তুলে নেন আলি আহমদের গুরুত্বপূর্ণ উইকেট। সব মিলিয়ে তাঁর বোলিং ফিগার ছিল ২-০-১৯-১।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভারে ৩ উইকেটে ৫৪ রান তুললেও পরের অর্ধে ছন্দ হারিয়ে ৯৭ রানেই থেমে যায় কেইম্যান ফ্যালকনস। ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি ব্লেজ।
টুর্নামেন্টে এটি ছিল সাকিবের দ্বিতীয় ম্যাচ। আগের দিন ফ্লোরিডা লায়নসের বিপক্ষে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৮ বলে করেন ১৩ রান। যদিও সে ম্যাচে হার দেখে তাঁর দল।
৭ দলের এই ম্যাক্স৬০ টি-টেনে এখন পর্যন্ত তিন ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে মায়ামি ব্লেজ। সমান পয়েন্ট রয়েছে আরও চার দলের—ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র্যাটন ট্রেইলব্লেজার্স, কেইম্যান বে স্ট্রিংগ্রেস ও ফ্লোরিডা লায়নস—তবে তারা খেলেছে মাত্র এক ম্যাচ।
সাকিবের টানা ওপেনিংয়ে নামা এবং ধারাবাহিক পারফরম্যান্স এবার আলোচনার কেন্দ্রে, যা ভবিষ্যতের টি-টোয়েন্টি পরিকল্পনায় নতুন সম্ভাবনার ইঙ্গিতও দিচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম