কক্সবাজারে বিক্ষোভ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু |


কক্সবাজারে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নুর। রবিবার বিকেলে কক্সবাজার শহরের একটি মাঠে এ ঘটনা ঘটে।


জানা গেছে, সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার বিরূপ মন্তব্যের প্রতিবাদে রবিবার কক্সবাজার পৌর, সদর, ঈদগাঁও ও রামু বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।


কক্সবাজার শহীদ মিনারের সামনে জমায়াতে অন্য নেতাদের পাশাপাশি ছৈয়দ নুরও বক্তব্য রাখেন। মিছিল শুরু হলে তিনি অসুস্থতা অনুভব করেন। নেতাকর্মীরা দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হঠাৎ এই মৃত্যুর খবরে দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি কর্মীরা হাসপাতালে ছুটে যান এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।


পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম জানান, ছৈয়দ নুর ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা। তার মৃত্যুতে নেতাকর্মীরা শোকাহত। সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়ি পিএমখালীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


বিডি প্রতিদিন/এমআই

 





Source from Bangladesh Pratidin