কক্সবাজারে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার |


কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি খাল থেকে নাইক্ষ্যংছড়ি বাজারের সবজি ব্যবসায়ী  বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


নিখোঁজের তিনদিন পর শনিবার (১২ জুলাই) সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।


কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাপিতের চর এলাকার ছুরুত আলমের বাড়ির পাশের নাইক্ষ্যংছড়ি খালের উত্তর পার্শ্বে বালির মধ্যে আটকে থাকা লাশটি প্রথম দেখতে পান স্থানীয় চৌকিদার আহমদ উল্লাহ।


তিনি বিষয়টি মোবাইল ফোনে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে অবহিত করেন।


এদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়ার মৃত কালা চান বড়ুয়ার পুত্র বিবিশন বড়ুয়া (৫৫) গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার ছেলে রানা বড়ুয়া (২৪)। তিনি বলেন, আমার বাবা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।


আমরা গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আজ সকালে খবর পেয়ে এসে দেখি বাবার নিথর দেহ খালের পানিতে।


এই ঘটনার বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজাহান মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।


সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই জুয়েল চৌধুরী বলেন, লাশটি বালির মধ্যে আটকা ছিল এবং কিছুটা পচন ধরেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


বিডি প্রতিদিন/এএ





Source from Bangladesh Pratidin