কুমিল্লায় ম্যাটস শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত |


চিন্তা, যুক্তি আর বাকশক্তির প্রকাশে মুখর ছিল কুমিল্লা মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) মিলনায়তন। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও মননশীলতা বৃদ্ধির অংশ হিসেবে রোববার সকালে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। এ আয়োজন করা হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসেট প্রকল্পের উদ্যোগে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সালাহউদ্দীন মাহমুদ, অধ্যক্ষ, ম্যাটস কুমিল্লা।


বিশেষ অতিথি ছিলেন—অধ্যাপক ডা. এস এম সফিউল আজম চৌধুরী, প্রধান, সার্জারি বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ; এবং ডা. মো. শাহ জাহান, উপপরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।


বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন—ডা. নাসিমা আক্তার, সহকারী পরিচালক, ম্যাটস কুমিল্লা; ডা. মোহাম্মদ কামরুল হাসান, সিনিয়র লেকচারার; এবং ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ মল্লিক, জুনিয়র লেকচারার।


প্রতিযোগিতার মেন্টর ছিলেন—গাজী মোস্তফা আলতাফ আরিফ, টিউটর, ম্যাটস কুমিল্লা; এবং মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, ল্যাব টেকনোলজিস্ট।


বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উপস্থাপন করেন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়—


  • প্রতিকার নয়, প্রতিরোধই শ্রেষ্ঠ উপায়

  • টাকাই সব সুখ-শান্তি আনতে পারে

  • সুশিক্ষাই মানবতার জন্য অপরিহার্য


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের যুক্তি ও উপস্থাপনায় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।


বিডি প্রতিদিন/আশিক 





Source from Bangladesh Pratidin