জাতিসংঘের জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেছেন, গাজা ফিলিস্তিনের জনগণের ভূখণ্ড এবং এটি ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।
তিনি স্পষ্ট করে বলেন, গাজার জনসংখ্যাগত বা ভৌগোলিক কাঠামো পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান ও প্রতিরোধ করা উচিত।
তিনি বলেন, সামরিক শ্রেষ্ঠত্বের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে হবে। প্রাণ বাঁচানো এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র সঠিক উপায় হলো অবিলম্বে যুদ্ধবিরতি। গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়া কেবল আরও মৃত্যু ও হত্যাকাণ্ড বাড়াবে।
চীনের এই কূটনীতিক ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় ও গাজার মানুষের আহ্বান শোনার পরামর্শ দেন। তিনি বলেন, ইসরায়েলকে অবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে গাজায় সামরিক অভিযান থামাতে হবে।
ফু কং মানবিক সহায়তাকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ এবং ফিলিস্তিনিদের ওপর ‘সমষ্টিগত শাস্তি’ দেওয়াকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তার মতে, বেসামরিক মানুষ ও মানবিক কর্মীদের ওপর হামলাও সমানভাবে অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যু সমাধান এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জন্য দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করা জরুরি—এটাই একমাত্র কার্যকর পথ।
বিডিপ্রতিদিন/কবিরুল