ঘানার তারকা ফুটবলারের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ মামলা |


আর্সেনালের সাবেক মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণের পাঁচটি এবং যৌন নিপীড়নের একটি মামলা দায়ের করা হয়েছে। ঘানার এই ফুটবলারের বিরুদ্ধে এসব মামলা নথিভুক্ত করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।


এ বিষয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, ঘটনাগুলো ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ঘটেছে। অভিযোগে বলা হয়েছে, পার্টে এক নারীকে দুইবার ধর্ষণ, আরেক নারীকে তিনবার ধর্ষণ ও তৃতীয় এক নারীকে যৌন নিপীড়ন করেন।


লন্ডনের মেট্রোপলিটন পুলিশ আরও জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি ধর্ষণের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়। এরপরই তার বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু হয়। আগামী ৫ আগস্ট লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন ৩২ বছর বয়সী এই ঘানার মিডফিল্ডার।


এদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার। ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশনকে তিনি বলেন, পার্টে এই সুযোগকে স্বাগত জানাচ্ছেন, যাতে তিনি নিজের নাম কলুষমুক্ত করতে পারেন।


২০২০ সালে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ৬১.৪২ মিলিয়ন মার্কিন ডলার ট্রান্সফার ফিতে আর্সেনালে যোগ দেন পার্টে। গেল সোমবার চুক্তি শেষ হওয়ায় এখন ফ্রি এজেন্ট হয়ে গেছেন তিনি।


সব মিলিয়ে আর্সেনালে ৫ বছরের ক্যারিয়ারে ১৩০ ম্যাচে ৯ গোল করেছেন পার্টে। ঘানা জাতীয় দলে ২০১৬ সালে অভিষেকের পর ৫৩ ম্যাচে ১৫ গোল করেছেন এই মিডফিল্ডার।


বিডি প্রতিদিন/কেএ





Source from Bangladesh Pratidin