চট্টগ্রামের পাঁচ নিঃস্ব পরিবারকে তারেক রহমানের সহায়তা |


চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া অসহায় ৫ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শক্রবার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আবছার, নুরুল ইসলাম, নুরুল হাকিম, ইয়ার মাহমুদ, ফৌজুল আজিমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু।


জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, হাবিলাসদ্বীপ ইউনিয়নে আগুনে পুড়ে পাঁচটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। নিঃস্ব হওয়া পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারেক রহমানকে ধন্যবাদ জানান।


এসময় আরও উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জাহেদুল হক, পটিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ ফরিদুল আলম, মনছুর শরীফ, বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার রেজাউল হায়াত খান আবির,  জেলা যুবদলের যুগ্ম, সম্পাদক সাইফুল ইসলাম খোকন, শাহজাহান সাজু, তসলিম উদ্দিন, জেলা ছাত্রদল নেতা তারেক রহমান, যুবদল নেতা গাজী শওকত, আবদুল মোমিন টিটু, শহীদুল ইসলাম মাঝু, কপিল উদ্দিন, মোঃ সুমন, নুরুল আলম, হেলাল উদ্দিন প্রমুখ।


বিডি প্রতিদিন/এএ





Source from Bangladesh Pratidin