চান্দিনার সাবেক মেয়র গ্রেফতার |


কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


গ্রেপ্তার হওয়া মফিজুল ইসলাম চান্দিনা উপজেলার মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। তিনি ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।


পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।


এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লা পাঠানো হয়েছে।”


বিডি প্রতিদিন/আশিক 





Source from Bangladesh Pratidin