ঝড়ো হাওয়ায় সেন্টমার্টিনে আশ্রয় ২০ রোহিঙ্গার |


বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্রপথে পালানোর চেষ্টা চালানোর সময় ২০ জন রোহিঙ্গা নাগরিক ভর্তি একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের উপকূলে এসে আশ্রয় নেয়। শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।


ট্রলারটিতে থাকা ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছেন।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দ্বীপে একটি যাত্রীবোঝাই নৌকা ভিড়েছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছে।’’


স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের কারাগার থেকে বের হয়ে একটি ট্রলারে করে রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সৈকতে এসে ভিড়তে বাধ্য হয়।


স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। এরপর কর্তৃপক্ষ তাদের দ্বীপের একটি হোটেলে নিয়ে যায়।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘‘বৈরী আবহাওয়ার মধ্যে ২০ জন রোহিঙ্গা দ্বীপে আশ্রয় নেয়। তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।’’


অনুপ্রবেশকারীদের সবাই মিয়ানমার নাগরিক বলে নিশ্চিত করেছেন তিনি।


বিডি প্রতিদিন/আশিক





Source from Bangladesh Pratidin