টিভি নাটক থেকে বড় পর্দা—দু জায়গাতেই নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। ‘নিম ফুলের মধু’ ও ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে কাজ করে দর্শকের মন জয় করার পর এবার তাঁকে দেখা যাবে নাটোরের মেয়ের চরিত্রে—‘রাজরাজেশ্বরী রাণী ভবানি’ ধারাবাহিকে, এই প্রথম পজিটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি।
অরিজিতা জানান, একসময় কর্পোরেট চাকরি ছেড়ে অভিনয়ের অনিশ্চিত জগতে পা রেখেছিলেন। তাঁর ভাষায়, “সিরিয়াল আমার রুটিরুজির প্রধান মাধ্যম। নিজের সব চাহিদা পূরণ করতে গেলে ধারাবাহিকে কাজ করাটা জরুরি।”
তবে পথটা এতটা সহজ ছিল না। অভিনয় শুরু করার এক বছর পরই এল কোভিড। তখন গোটা ইন্ডাস্ট্রি টালমাটাল। কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছে তাঁকে। তার ওপর ছিল কটাক্ষ আর অপমান। কেউ বলেছে মোটা, কেউ বলেছে দেখতে খারাপ। এসব শুনে ভেঙে পড়েছিলেন অরিজিতা। বললেন, “অনেক জায়গা থেকেই বাদ পড়েছি। এমনও হয়েছে, শুটিংয়ের দুই দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে আমি নেই। খুব কষ্ট পেয়েছিলাম।”
এই চেহারা নিয়ে অপমান এতটাই ভোগাতে থাকে যে, একসময় তিনি ১৮ দিন আয়নার সামনে দাঁড়াতে পারেননি। বিষণ্ণতায় ভুগেছেন। কাউন্সেলিং করানোর কথা ভাবলেও আর্থিক সংকটের কারণে সেটাও সম্ভব হয়নি।
তবে এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিল তাঁর বন্ধুরা। তাঁদেরই ‘পিলার’ বলে মনে করেন তিনি। অরিজিতা বলেন, “মা, বাবার পরে আমার জীবনে যদি কেউ থাকে, সেটা বন্ধুরাই।”
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন অরিজিতা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স প্রেম’ দিয়ে তাঁর সিনেমায় অভিষেক হয়। এরপর তিনি কাজ করেন ‘কিলবিল সোসাইটি’ ও ‘ফাটাফাটি’-র মতো চলচ্চিত্রে।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/আশিক