বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশ একটি বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। সামনে আরো বিভিন্ন চ্যালেঞ্জ আছে।
শনিবার টাঙ্গাইলের বৃহত্তর এলেঙ্গা শ্মশানঘাটের মূল বেদীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নারী হওয়ার কারণে তিনি দুর্বল অবস্থানে থাকেন, তেমনি ধর্মীয় সংখ্যালঘু হিসেবেও তারা দুর্বল অবস্থানে থাকে। সেই বিপন্নতা-দুর্বলতার সুযোগ কেউ নিল কিনা, এটা আমাদের খেয়াল রাখার বিষয় রয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে দুর্বল করার চেষ্টা করবেন না, তাহলে আপনারা নিজেরাই দুর্বল হয়ে যাবেন।
তিনি বলেন, একসাথে থাকবেন, দলাদলি করবেন না। ব্যক্তিগতভাবে যে যাই দল করেন না কেন, হিন্দু সম্প্রদায় ভিত্তিক ঐক্যে যেন কোনো সময় ফাটল না ধরে। এটা সবার খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি প্রণব কমল ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক শিক্ষক গোপাল চন্দ্র সাহা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকার মানিক ভট্টাচার্য।
বিডি প্রতিদিন/কেএ