দিগন্ত জার্নাল ডেস্ক:
‘ক্ষমতায় জনগণ’ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
দলের লক্ষ্য ও উদ্দেশ্য
সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ড. প্রকৌশলী বিভূতি রায় বলেন, “আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ ও মর্যাদা লাভ করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা—একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা ও মানবাধিকার বাস্তবায়িত হবে। আমরা এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতেই রাজনীতির নতুন ধারা শুরু করছি।”
দলের ১০ দফা লক্ষ্য ও কর্মপরিকল্পনা:
১. গণতন্ত্রের শক্তিশালীকরণ – সত্যিকারের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ গণতন্ত্র নিশ্চিত করা।
- কর্মসংস্থান অগ্রাধিকার – কর্মক্ষম ব্যক্তিকে কর্মসংস্থান দেওয়া ও অদক্ষ যুবসমাজকে দক্ষ করে তোলা।
- সবার জন্য স্বাস্থ্যসেবা – বৈষম্যহীন, সহজলভ্য ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
- কর্মমুখী শিক্ষা – আন্তর্জাতিক মানের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রসার।
- শ্রমিকদের অধিকার – ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিত করা।
- পরিবেশ সুরক্ষা – টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব নীতি গ্রহণ ও নবায়নযোগ্য শক্তির প্রসার।
- নারী ও শিশু অধিকার – নারীর ক্ষমতায়ন ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা।
- দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে লড়াই – রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।
- সামাজিক ন্যায়বিচার – ধনী-গরিব বৈষম্য দূর করে সকল নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টি করা।
- প্রযুক্তিতে অ্যাক্সেস ও ডিজিটাল অন্তর্ভুক্তি – সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা।
সংবাদ সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।