পাকিস্তানে বর্ষার তাণ্ডব: ২২ দিনে ২২৩ জনের মৃত্যু |


পাকিস্তানে চলতি জুলাই মাসের শুরু থেকে টানা বর্ষণ, আকস্মিক বন্যা, বজ্রপাত, ভূমিধস এবং ঘরবাড়ি ধসের মতো দুর্যোগে গত ২২ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ২২৩ জন। নিহতদের মধ্যে রয়েছেন ৭৯ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১১২ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক।


দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৯৪ জন। এছাড়া বর্ষাজনিত ঘটনায় ৮০০-র বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে গেছে। প্রাণ গেছে অন্তত ২০০টি গবাদিপশুরও।


সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জনবহুল পাঞ্জাব প্রদেশে। সেখানে ১৩৫ জনের মৃত্যু এবং ৪৭০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন ৫৬ জন এবং আহত হয়েছেন ৭১ জন। সিন্ধে প্রাণ হারিয়েছেন ২৪ জন, আহত ৪০ জন। বেলুচিস্তানে নিহত হয়েছেন ১৬ জন। রাজধানী ইসলামাবাদ এবং আজাদ কাশ্মিরে ১ জন করে নিহত হয়েছেন। তবে গিলগিট-বাল্টিস্তানে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বৃষ্টির কারণে ভবন ধস, মাটি ধস, বজ্রপাত, পানিতে ডুবে যাওয়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই প্রাণহানি ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) আশঙ্কা করছে, দেশটির আজাদ কাশ্মির, খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ, পাঞ্জাব এবং গিলগিট-বাল্টিস্তানের বেশিরভাগ অঞ্চলে আগামী কয়েক দিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


সূত্র: জিও টিভি


বিডি প্রতিদিন/আশিক





Source from Bangladesh Pratidin