পিরোজপুরে নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ল সেতু |


পিরোজপুরের নেছারাবাদে নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে একটি সেতু। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ না করায় এর আগেই সেতুটির ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে সোমবার সেই অংশ অপসারণ শুরু করার পর মঙ্গলবার দুপুরে পুরো সেতুটি হঠাৎ করেই ধসে পড়ে।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সেতুটি নির্মাণ হচ্ছিল জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা বাজার এলাকায়। পূর্ব জলাবাড়ি খ্রিস্টান পাড়া থেকে মাদ্রা বাজার সড়কের ওপর নির্মাণাধীন এই প্রকল্পে ২২ ও ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ২০২১ সালের ২৯ ডিসেম্বর ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতি ইটিসিএলকে কার্যাদেশ দেয় পিরোজপুর এলজিইডি। 


চুক্তিমূল্য নির্ধারিত ছিল ৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকা। কাজ শেষ করার সময়সীমা ছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর। তবে মূল ঠিকাদার প্রতিষ্ঠান নিজেরা কাজ না করে সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ পরিচালনা করে। 


স্থানীয়দের অভিযোগ, কাজের মান খারাপ এবং সময়সূচি অনুসরণ করা হয়নি। পরে একপর্যায়ে দ্বিতীয় এক সাব-কন্ট্রাক্টর গার্ডার ছাড়াই সেতুটির ছাদের ঢালাই দেয়। কিছুদিনের মধ্যেই সেই ঢালাই অংশে ত্রুটি ধরা পড়ে। তখন স্থানীয়দের আপত্তির ভিত্তিতে এলজিইডি তদন্ত করে এবং সিদ্ধান্ত নেয় ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। সে অনুযায়ী সোমবার অপসারণ কাজ শুরু করা হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে পুরো সেতুটি ধসে পড়ে।


উপজেলা প্রকৌশলী মো. রায়সুল ইসলাম জানান, সেতুর পুরো স্লাব (ছাদ) ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে। 


তিনি আরও বলেন, মূল ঠিকাদারকে খুঁজে না পাওয়ায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।


বিডি প্রতিদিন/নাজিম





Source from Bangladesh Pratidin