ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা |


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেতা তানজিদ মঞ্জুর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।  রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তার বাইকটিতে আগুন দেয়া হয় বলে শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে। 


এর আগে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মানাধীন নভোথিয়েটার এলাকা থেকে ছাত্রলীগ নেতা মঞ্জুকে আটক করেছিল শিক্ষার্থীরা।  ছাত্রদলের দুই নেতার সহযোগিতায় মঞ্জু পালিয়ে যেতে পারলেও ফেলে দেখে যায় মোটরসাইকেলটি।  


ঘটনাস্থলে উপস্থিত কলা ও মানবিক অনুষদের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত নয়টার দিকে মঞ্জুকে আটক কর হয়। পরবর্তীতে সাড়ে নয়টার দিকে ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুনসহ আরও কয়েকজন মঞ্জুর সাথে পার্সোনাল কথা বলার নাম করে মেরিনের সামনের রাস্তার দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা বলে মঞ্জুকে পাওয়া যাচ্ছে না মঞ্জু পালিয়ে গেছে।


বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী রাকিন খান বলেন, সোমবার ইংরেজি বিভাগের এসোসিয়েশন নির্বাচন। নির্বাচনে মঞ্জু একটা গ্রুপকে সার্পোট করছে। সেই গ্রুপের হয়ে রাতে প্রচারণা করছিলো। এমন ঘটনা শুনে তিনি (রাকিন), ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুনসহ আরও কয়েকজন মেরিন একাডেমির সামনে নভোথিয়েটারে যান। সেখানে গিয়ে মঞ্জুকে দেখতে পান তারা। তখন মঞ্জুকে মিজান ও মিয়া বাবুল জেরা করছিলো। বিষয়টি পুলিশ ও প্রক্টরকে জানাতে কল দিতে পাশে যান। কিছুক্ষণ পরে গিয়ে দেখি মঞ্জু নেই। মিজান ও মিয়া বাবুলকে জিজ্ঞেসা করলে, তারা বলেন মঞ্জু আশেপাশেই আছে।  কিন্তু পরে তাকে আর কোথাও পাওয়া যায়নি।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন,  ঘটনাটি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। কিন্তু মঞ্জুকে না পেয়ে পুলিশ চলে গেছে।  বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী  জানান, মঞ্জু ফেলে রেখে যাওয়া মোটর সাইকেলটি রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার ব্রীজের উপর নিয়ে যায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।  বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই অতনু বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের বিষয়। অনুমতি না পাওয়ায় ঘটনাস্থলে যাননি তিনি। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার খবর পেয়েছি। তবে বিস্তারিত কিছু জানি না।


বিডি প্রতিদিন/নাজমুল





Source from Bangladesh Pratidin