বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে দোয়া |


মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২৩ জুলাই) রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে নিহতদের স্মরণে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।


বিকেল ৪টায় দূতাবাস প্রাঙ্গণে শুরু হওয়া দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা হয়।


দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।


দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, সোনালী ব্যাংকের প্রতিনিধি লুতফুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক হেবজু মিয়াসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।


শোকাবহ এ আয়োজনে প্রবাসীরা একাত্মতা প্রকাশ করেন এবং দেশের যেকোনো দুর্যোগে প্রবাস থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


বিডি প্রতিদিন/আশিক





Source from Bangladesh Pratidin