বিশ্বের প্রথম নারী পারমাণবিক আইসব্রেকার ক্যাপ্টেন নিয়োগ দিল রাশিয়া |


বিশ্বের প্রথম নারী হিসেবে পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকারের (বরফভাঙা জাহাজ) ক্যাপ্টেন হলেন রাশিয়ার মারিনা স্তারাভয়তোভা।


বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় অপারেটর অ্যাটমফ্লোট এ তথ্য জানিয়েছে। এটি রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটমের অধীনস্থ।


রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, স্তারাভয়তোভা এখন ‘আইসব্রেকার ইয়ামাল’-এর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সেখানে চিফ মেট হিসেবে কাজ করেছিলেন।


ক্যাপ্টেনের ব্যাজ পরার পর স্তারাভয়তোভা বলেন, “ক্যাপ্টেনের দায়িত্ব হলো- জাহাজ ও এর নাবিকদের দেখভাল করা। আমি প্রতিদিন এ কাজের জন্য নিবেদিত এবং আমার সহকর্মীরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা অর্জন করতে সর্বোচ্চ মনোযোগ ও নিষ্ঠার সাথে কাজ করব।”


জাহাজ চালনার সার্টিফিকেশন নেওয়ার আগে স্তারাভয়তোভা রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ স্কুলে রুশ ভাষা ও সাহিত্য পড়াতেন। বাণিজ্যিক জাহাজ ও আইসব্রেকারে তার কাজের অভিজ্ঞতা দুই দশকেরও বেশি।


বর্তমানে একমাত্র রাশিয়াই পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার বহর পরিচালনা করছে। গত বছর তারা নতুন আরেকটি জাহাজ চালু করে এই বহরকে আরও শক্তিশালী করেছে।


জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলছে। ফলে সেখানে নৌচলাচলের পথ আরও পরিষ্কার হওয়ায় ওই অঞ্চলে জাহাজ চলাচলে বিশ্বের আগ্রহও বাড়ছে।


দুটি পারমাণবিক চুল্লি দিয়ে সজ্জিত ইয়ামাল আইসব্রেকার গবেষকদেরকে ভাসমান বরফের মধ্যে পরিবহনে সহায়তা করেছে। ২০০০ সালে এই আইসব্রেকার উত্তর মেরুতেও যাত্রা করেছিল। জাহাজটি এর হালে আঁকা হাঙরের চোয়ালের মতো আকৃতির নকশার জন্যও সুপরিচিত।


বিডি প্রতিদিন/জুনাইদ   





Source from Bangladesh Pratidin