মিয়ানমারে মাধ্যমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৯ শিক্ষার্থী নিহত |


মিয়ানমারে মাধ্যমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে।


শনিবার দেশটির একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, পশ্চিম রাখাইন প্রদেশে জান্তা বাহিনীর বিমান হামলায় ওই শিক্ষাথীরা নিহত হয়েছে। 


সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে নিয়ন্ত্রণের জন্য মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে আরাকান আর্মি।


২০২১ সালে অং সাং সুচির সরকারকে উৎখাত করে দেশটির সামরিক বাহিনী। ফলে ব্যাপক সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত হয়। 


শনিবার টেলিগ্রামে এক পোস্ট দিয়ে আরাকান আর্মি জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের পর কিউকটাউ টাউনশিপের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে ১৯ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। যাদের বয়স ১৫-২১ বছর। আহত হয়েছে আরও ২২ জন। 


ওই বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিতে হামলার জন্য জান্তা বাহিনীকে দায়ী করা হয়েছে।


স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি জান্তা যুদ্ধবিমান ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর ৫০০ পাউন্ডের বোমা ফেলেছে। এক বিবৃতিতে নৃশংস ওই হামলার নিন্দা জানিয়েছে ইউনিসেফ। সূত্র: আরব নিউজ, দ্য স্ট্রেইটস টাইমস


বিডি প্রতিদিন/একেএ

 





Source from Bangladesh Pratidin