দীর্ঘ সময় পর গত জুনে স্বস্তি ফিরেছিল মূল্যস্ফীতিতে। তবে জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতির হার শূন্য দশমিক ০৭ খাদ্য ও খাদ্য বহির্ভূত এবং শহরে-গ্রামে সব জায়গায় এটা বেড়েছে। ফলে জুনের ৮ দশমিক ৪৮ শতাংশ থেকে বেড়ে জুলাইয়ে তা হয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএস জানায়, গত জুলাই মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৮ শতাংশ। দুই খাতেই আগের মাসের চেয়ে মূল্যস্ফীতি বেড়েছে। কারণ জুনে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ ও খাদ্যবহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ। জুলাই মাসে গ্রামে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ। যা আগের মাসে ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ। গত মাসে গ্রামে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। একইভাবে জুলাই মাসে শহরেও মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ। গত মাসে শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ০৬ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯৯ শতাংশ। একইভাবে খাদ্য বহির্খাতে গত মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৫ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ।
৮ দশমিক ৫৫ শতাংশ মূল্যস্ফীতি মানে ২০২৪ সালের বাজার থেকে যে পণ্য ও সেবা কিনতে খরচ হয় ১০০ টাকা ২০২৫ সালের জুলাই মাসে সেই পণ্য ও সেবা কিনতে ১০৮ টাকা ৫৫ পয়সা খরচ হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৮ টাকা ৫৫ পয়সা।