মোংলায় বিএনপির কাউন্সিল: জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা |


মোংলায় জমে উঠেছে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। কাউন্সিলকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। 


বুধবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান পৌর বিএনপির সভাপতি প্রার্থী মো. জুলফিকার আলী। ১ নম্বর ওয়ার্ডে তার প্রচারণা সভায় অংশ নেন দলীয় শতশত নেতা-কর্মী। 


তিনি পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র। এর আগে তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 


এদিকে অন্যান্য প্রার্থীরাও বিভিন্ন এলাকায় জোরেশোরে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 


পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


উল্লেখ্য, আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। ওইদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ কাউন্সিলে ভোট দেবেন ৬৩৯ জন ভোটার। 


বিডি প্রতিদিন/নাজিম





Source from Bangladesh Pratidin