যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এ হামলার ঘটনা ঘটে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে সিবিএস নিউজ।
প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে দুটি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা সিএনএনকে নিশ্চিত করেছেন।
মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ এক বিবৃতিতে বলেন, আমি এ ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। পুলিশ, মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ও স্টেট প্যাট্রোল ঘটনাস্থলে কাজ করছে। আমাদের শিশু ও শিক্ষকদের প্রথম স্কুল সপ্তাহ এভাবে সহিংসতায় আক্রান্ত হওয়া অত্যন্ত মর্মান্তিক।
ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার দুটি সূত্র সিবিএসকে জানিয়েছে, হামলাকারী সম্পূর্ণ কালো পোশাক পরা একজন পুরুষ। তার হাতে একটি রাইফেল ছিল। অন্য কোনো অস্ত্রের তথ্য এখনো পাওয়া যায়নি।
সূত্ররা জানায়, হামলার পরপরই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখনও বন্দুকধারীকে ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে কর্মকর্তারা এখনই কিছু বলতে চাননি।
ঘটনাস্থলে টহল জোরদার করেছে পুলিশ ও বিশেষ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল