যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষককে বরখাস্ত |


যৌন হয়রানির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি মোতাবেক জীবনধারণ ভাতা পাবেন তিনি।


শনিবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত এ অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, আজিজুল ইসলামের বিরুদ্ধে উক্ত বিভাগের শিক্ষার্থীদের যৌন হয়রানি, অনাকাঙ্খিত ও অশ্লীল আচরণ, ক্লাস রুমে পোষাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইমোর মাধ্যমে ভিডিও কলে নানাবিধ আপত্তিকর কথা বার্তা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে আবেদন করেছে। এ সংক্রান্ত সংবাদ বেশ কয়েকটি জাতীয়/ স্থানীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।


এরই প্রেক্ষিতেআদিষ্ট হয়ে তাঁকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পদের চাকরি থেকে আজ ৫ জুলাই হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি মোতাবেক জীবনধারণ ভাতা পাবেন।


প্রসঙ্গত, ওই শিক্ষকের বিরুদ্ধে বডি শেমিং, বিভিন্ন সময় ভিডিও কল দেওয়া, ভিডিও কল না ধরলে পরীক্ষায় ফেল করানো, মার্ক দেওয়ার প্রলোভনে কু প্রস্তাবসহ বিভিন্ন অভিযোগ করেন এক ডজন নারী শিক্ষার্থী। গত ২২ জুন বিভাগের সভাপতি বরাবর এসব অভিযোগ দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য বরাবরও লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রীরা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বিভাগ থেকেও একাডেমিক কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয় তাকে।


বিডি প্রতিদিন/হিমেল

 





Source from Bangladesh Pratidin