রাষ্ট্রদূতের রহস্যময় বার্তা: ইরানে কি পরমাণু বোমা ফেলতে যাচ্ছেন ট্রাম্প? |


একটি টেক্সট ম্যাসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেছেন- এটি তাকে পাঠিয়েছেন তার ইসরায়েলি দূত মাইক হাকাবি।


বার্তাটি ধর্মীয় ইঙ্গিতপূর্ণ। সেই সঙ্গে বার্তাটি ইঙ্গিত দেয় যে, ট্রাম্প একটি বড় সিদ্ধান্তের মুখোমুখি। তবে কি সেই বড় সিদ্ধান্ত তা পরিষ্কার বোঝা যায়নি ওই বার্তায়। কেননা, তাতে সুনির্দিষ্ট কোনও বিস্তারিত তথ্যেরও উল্লেখ করা হয়নি। 


বার্তাটি এমন— “অনেক কণ্ঠস্বর আপনার সঙ্গে কথা বলছে, স্যার। কিন্তু মাত্র একটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ— তাঁর (HIS) কণ্ঠস্বর।” 

এখানে ‘তাঁর’ বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে।


উল্লেখ্য, হাকাবি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ও ইহুদিবাদী। টেক্সটের বাকি অংশে তিনি লিখেছেন— “আমার জীবদ্দশায় কোনও প্রেসিডেন্ট এমন অবস্থানে ছিলেন না, যেমন আপনি আছেন। ১৯৪৫ সালে ট্রুম্যানের পর থেকে কেউ না। আমি আপনাকে কিছু বোঝাতে এ কথা বলছি না— শুধু উৎসাহ দিতে চাই। আমি বিশ্বাস করি আপনি স্বর্গ থেকে নির্দেশ পাবেন, এবং সেই কণ্ঠস্বর আমার বা অন্য যে কারও চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’


প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলার অনুমোদন দিয়েছিলেন। তবে কি হাকাবি সেই রকম কোনও ইঙ্গিত দিলেন? তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট, হারেৎজ


বিডি প্রতিদিন/একেএ

 





Source from Bangladesh Pratidin