রিমান্ড শেষে আবুল বারকাত কারাগারে |


অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় রিমান্ড শেষে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছে আদালত।


গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।


আবুল বারকাতকে গতকাল রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।


আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।


বিডি প্রতিদিন/জুনাইদ   





Source from Bangladesh Pratidin