শ্রীপুর বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত |


গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর এগ্রোভেট রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (সারা) এর বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৫ আগস্ট) সকাল ৯টায় রাজাবাড়ি থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাল ও বিল পথে তিনশ ফিট নিলা মার্কেটে এ ব্যতিক্রমধর্মী নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।


অংশগ্রহণকারীরা জানান ব্যস্ত জীবনে এমন আয়োজন মানসিক প্রশান্তি আনে এবং সহকর্মীদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করে। নৌকা ভ্রমণে গান, কবিতা আবৃতি, স্মৃতিচারণ ও মত বিনিময়ের পাশাপাশি ছিল খাবারের আয়োজন।  সদস্যদের সরব উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। 


শ্রীপুরে এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (সারা) এর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মুকুলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন, কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, ভ্যাট টেকনোলজি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সেইফ বায়ো প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ সারোয়ার জাহান, শ্রীপুর উপজেলা ভেটেরি নারী সার্জন ডাঃ মোরাদ, রেডিয়েন্ট  এগ্রো ফর্মার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তসলিম খান, আজিরন পোল্টি ফিডের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, জনি পোল্টি ফিডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম রানা  সেইফ বায়ো প্রোডাক্টের চেয়ারম্যান মোঃ রহিম সিকদার, রেশা পোল্ট্রি মেডিসিনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাবুদ্দিনসহ কেমিস্টবৃন্দ ও শ্রীপুর এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন সারার সকল সদস্যবৃন্দ। 


ভ্রমণ শেষে নৌকাতেই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বিডি প্রতিদিন/এএ





Source from Bangladesh Pratidin