আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ড নৈপুণ্যের এক অনন্য রেকর্ড এতদিন ছিল শুধু বাংলাদেশের সাকিব আল হাসানের দখলে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েন এই আফগান অলরাউন্ডার। ম্যাচটিতে ফখর জামানকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নবি। এরপর আরও একটি উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে।
এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের বিরল ক্লাবে নাম লেখান, যেখানে এতদিন একমাত্র সদস্য ছিলেন সাকিব আল হাসান।
নবির পরিসংখ্যানও বেশ চোখধাঁধানো। এখন পর্যন্ত ১৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ১০১টি উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২২৪৬ রান, গড় ২২.২৪ এবং স্ট্রাইক রেট ১৩৫.৮৭।
অন্যদিকে এই ফরম্যাটে সাকিব আল হাসান খেলেছেন ১২৫টি ম্যাচ, করেছেন ২৫৫১ রান এবং শিকার করেছেন ১৪৯ উইকেট।
বিডি প্রতিদিন/মুসা