সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু |


ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে শনিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।


শৈলকূপার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপু বিশ্বাস সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে।


এসব তথ্য নিশ্চিত করেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন 


পুলিশ জানায়, শৈলকূপা সিটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল অপু বিশ্বাস। শুক্রবার দিবাগত রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাতে সাপে দংশন করে। পরে হাতে জ্বালা-যন্ত্রণা হচ্ছে বলে তার বাবাকে জানায়। সেসময় পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে অপুকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। 


বিডি প্রতিদিন/এএম





Source from Bangladesh Pratidin