সাপের কামড়ে শিশুর মৃত্যু |


ঝিনাইদহের সাপের কামড়ে সোয়াদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে শৈলকুপা উপজেলার চর ধলহরাচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোয়াদ ওই গ্রামের আলম মন্ডলের ছেলে এবং স্থানীয় ছাইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোয়াদ দার বিছানায় ঘুমাতে যায়। রাতের কোনো একসময় সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার আগে পথেই মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। প্রিয় সহপাঠীর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও গ্রামবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন।



বিডি প্রতিদিন/এএম

 





Source from Bangladesh Pratidin