যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়াই এয়ার টিকিট ব্লক করে অতিরিক্ত দামে এয়ার টিকিট বিক্রির যে অনিয়ম চলছে, তার পেছনে সক্রিয় আছে কিছু সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মূল হোতাদের দ্রুত গ্রেফতার এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ’র (আটাব) সদস্যরা।
তারা আরও জানান, টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না, অথচ হাতেগোনা কিছু এজেন্সি টিকিট মজুত করে সিন্ডিকেট গড়ে তুলেছে।
আটাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে রবিবার সকালে আটাব কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে আটাব সদস্যরা এসব তথ্য জানান।
তারা আরও বলেন, ৩০ হাজার টাকার টিকিটের মূল্য ৮০ হাজার টাকা হয়েছে এবং সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করে তবে টিকিট মূল্য ১ লাখ টাকা অতিক্রম করবে। আকাশ পথে যাত্রা স্বল্প আয়ের যাত্রী ও দরিদ্র বৈদেশিক শ্রমিকদের নাগালের বাইরে চলে যাবে এবং তারা ক্ষতিগস্ত হবে। টিকিট মজুতকরণ বন্ধ করে আসন সংকট নিরসন করাটাও জরুরি।
তারা বলেন, অন্যায়ভাবে ও প্রভাবিত হয়ে আটাবে এই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের এমন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। প্রমাণ ছাড়া এভাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ অন্যায়। আটাবে প্রশাসক নিয়োগের আদেশ বাতিলের দাবি উঠান সদস্যরা।
তারা বলেন, বাংলাদেশে কোনো অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগে ইতিবাচক ফল পাওয়া যায়নি বরং এতে সংগঠনের কার্যক্রম ব্যাহত হয়। আটাব সদস্যরা প্রশাসক প্রত্যাহার করে নিতে পুনরায় জোরালো দাবি জানান এবং নির্বাচিত কমিটির অধীনেই আটাবের কার্যক্রম পরিচালনা করার কথা বলেন। অন্যথায় তারা কঠিন আন্দোলন করবে বলে জানান।
বিডি প্রতিদিন/এমআই