২৪ ঘণ্টায় ইসরায়েলে ইরানের ৮ হামলা |


ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ৮টি হামলা চালিয়েছে তারা। এই সামরিক অভিযানের সপ্তম ও অষ্টম ধাপে ড্রোন হামলা চালানো হয়। এতে বিভিন্ন ধরনের বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের দাবি মতে, এই ড্রোনগুলোর বেশিরভাগই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।


ইরানের সেনাবাহিনী এই অভিযানকে শত্রুর অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তেহরান জানিয়েছে, ইসরায়েল হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে অবৈধ হামলা চালিয়ে যাচ্ছে।


গত শুক্রবার থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক এবং ক্রীড়াবিদদের হত্যা করা হয়েছে বলে ইরান দাবি করেছে।


এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মোট ১৮টি ধাপ সম্পন্ন করেছে। যা ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে গুরুতর আঘাত হেনেছে। এছাড়াও, ইরানি সেনাবাহিনী সফলভাবে আটটি ড্রোন অভিযান পরিচালনা করেছে।


শুক্রবার ইসলামিক রেভল্যুশন গার্ড কোর আইআরজিসির মুখপাত্র জানিয়েছেন, তারা শাহেদ-১৩৬ আত্মঘাতী ও যুদ্ধ ড্রোন, সেইসঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী কঠিন ও তরল-জ্বালানির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত করে ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শাহেদ-১৩৬ ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রন ইসরায়েলে ধারাবাহিক মিশন পরিচালনা করছে। ইসরায়েলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সেগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে।


সূত্র: প্রেস টিভি


বিডি প্রতিদিন/নাজমুল





Source from Bangladesh Pratidin