৫৩ বছর ইমামতি শেষে গ্রামবাসীর সম্মাননা পেলেন মাওলানা কবির |


৫৩ বছর ইমামতি শেষে বিদায় নিলেন ফেনী সদরের নাজিরপুর নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. কবির আহমেদ। তার অবসরের দিনকে স্মরণীয় করে রাখতে স্থানীয়রা আয়োজন করেন ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের। এ সময় ইমাম সাহেবকে এককালীন ১ লাখ টাকার সম্মানী প্রদান করা হয়। মসজিদ থেকে বাড়ি পর্যন্ত গাড়িতে করে তাকে সম্মানজনকভাবে পৌঁছে দেন গ্রামবাসী।


মাওলানা কবির আহমেদ নবাবপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি শিষ্টাচার, সদালাপী আচরণ ও সেবামূলক মনোভাবের মাধ্যমে এলাকাবাসীর হৃদয় জয় করেন। তার বিদায়ের দিনে পুরো গ্রামবাসী মসজিদ চত্বরে ভিড় করেন। অনেকেই আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।


আয়োজকরা জানান, গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া উপহার ও সম্মানী ইমামের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিফলন। স্থানীয়রা বলেন, ‘ইমাম সাহেবের দীর্ঘদিনের অবদান আমরা কোনোদিন ভুলবো না।’ বিদায় অনুষ্ঠানে ছিল আলিঙ্গন, কৃতজ্ঞতা ও স্মৃতিমাখা আবেগ।


বিদায়ী মুহূর্তে ইমাম মাওলানা মো. কবির আহমেদ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার জন্য দোয়া করেন ও দোয়া চেয়ে বিদায় নেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি একরামুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন মাস্টার এনামুল হক। প্রধান অতিথি ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাজল, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নূর নবী, সৌদি প্রবাসী কামাল মির্জা, কাজী এরশাদ, শাহাদাত হোসেন সুরুজ, মাহবুবুল হক চাষী ও মৌলবি নুরুল আফসার।


মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন বলেন, ‘দেশের অনেক ইমাম বৃদ্ধ বয়সে অবহেলিত হয়ে পড়েন। আমরা চাই, এই বিদায় যেন সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকে। ইমাম সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই সম্মানী প্রদান করা হয়েছে।’


বিডি প্রতিদিন/আশিক





Source from Bangladesh Pratidin