৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি |


টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) নৌকা ও পাঁচ জেলেকে জিম্মি করে নিয়ে গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


আটককৃত জেলেরা হলেন— মো. ইলিয়াস (৪১), আক্কল আলী (২০), নুর হোসেন (১৮), সাবের হোসেন (২২) ও মো. সাইফুল ইসলাম (২৫)। তারা সবাই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা।


সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, সকালে ইঞ্জিনচালিত একটি নৌকায় মাছ ধরতে গিয়ে জেলেরা নাফ নদীর জলসীমা অতিক্রম করে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকায় প্রবেশ করেন। এসময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে অস্ত্রের মুখে তাদের আটক করে নিয়ে যায়। পরে আশপাশের অন্য জেলেরা ফিরে এসে খবর দেয়।


শাহপরীর দ্বীপ জেলে সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, নৌকার মালিক মো. ইলিয়াসের পরিবারের তিন সদস্যসহ পাঁচ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছে।


টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের কাছ থেকে জেলে আটক হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভুক্তভোগীদের সন্ধানে খোঁজ চলছে।


বিডি প্রতিদিন/আশিক





Source from Bangladesh Pratidin