৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ |


বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত মেইন পিলার ২১২৫ এর আনুমানিক পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর গীলাবাড়ি নামক স্থানে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।


 ৫ নাগরিক হলেন, নওগাঁর পত্নীতলা থানার রঘুনাথপুর গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হেদায়েত উল্লাহর ছেলে মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরাম উপজেলার বটতলী বাজার এলাকার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০), পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহম্মদ ভূঞার ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯)।


বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত বাংলাদেশি নাগরিকেরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থানকালে স্থানীয় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে দায়িত্বপূর্ণ এলাকার বিএসএফ তাদের ফেরত দেওয়ার ব্যাপারে বিজিবির নিকট অনুরোধ করলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করে সঠিক পাওয়া যায়। সোমবার বিজিবি-বিএসএফ যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশি নাগরিকের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর-গ্রহণ সম্পন্ন করে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আমাদের সঙ্গে বিএসএফ যোগাযোগ করলে তাদের আমরা গ্রহণ করি। আইনি প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


বিডিপ্রতিদিন/কবিরুল





Source from Bangladesh Pratidin