পল্লবীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত |


রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মোঃ রিফাত (২২) নামে এক শিক্ষার্থী বন্ধু নিহত হয়েছেন। 


সে জান্নাত একাডেমি নামে স্থানীয় একটি স্কুল থেকে  এসএসসি পরিক্ষা দিয়েছে বলে জানাগেছে। 

 

রোববার (২২ জুন) মিরপুর ১১ নম্বর এলাকায়  ঘটনাটি ঘটে। 


তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটা দিকে তার মৃত্যু হয়।

 

মিরপুর ১১ নম্বর সেকশনের ডি ব্লকের বেনারশী পল্লী এলাকার মো: শাহিন এর ছেলে রিফাত। 


একটি মেয়ে কে নিয়ে ঘটনার সুত্রপাত।  আর ঐ ঘটনা কে কেন্দ্র করে বন্ধু আসিফের সাথে তার কথা-কাটাকাটি হয়। পরে আসিফ একপর্যায়ে রিফাতকে পেটে ছুরিকাঘাতে করে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসা নিহতের বাবাসহ স্বজনরা জানিয়েছেন এসব তথ্য। 


পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামীয়া হাসপাতাল নেয়া হয়, সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়। 


সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, নিহত রিফাতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 


বিডি প্রতিদিন/নাজমুল





Source from Bangladesh Pratidin