গাজা নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে পুরো শহর ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হলে গাজায় সামরিক অভিযান আরও জোরালো হবে বলে জানিয়েছে তেল আবিব।
সোমবার গাজা শহরের নতুন কিছু এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এতে বোঝা যাচ্ছে, স্থল অভিযানের পরিধি আরও বাড়তে পারে।
এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, রাফার মতো গাজা শহর ও আশপাশের শিবিরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করব। এটি আমাদের পছন্দ নয়, কিন্তু আলোচনায় অগ্রগতি না হলে আমাদের আর কোনো উপায় থাকবে না।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে এবং এখন হামাসের পক্ষ থেকে সম্মতি দেওয়া দরকার। তবে এখন পর্যন্ত ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ মার্চে যে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, তাতে ইসরায়েল ভবিষ্যতে যুদ্ধ শুরু করতে পারবে—এমন নিশ্চয়তা ছিল। এ কারণেই হামাস তখন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল।
ইসরায়েলের গণমাধ্যমে খবর এসেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন।
যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল প্রস্তাবে সম্মত হয়েছে এবং এখন খসড়াটি হামাসকে দেওয়া হবে। কিন্তু ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। মধ্যস্থতাকারী দেশগুলোও তাদের চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল