জাপানি কর্মকর্তাদের স্মরণে জাইকার শ্রদ্ধানুষ্ঠান |


২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানি কর্মকর্তার স্মরণে বার্ষিক স্মরণসভার আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।


বুধবার (২ জুলাই) রাজধানীর উত্তরায় মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ঢাকায় মেট্রোরেল চালুর পর এটি নগরবাসীর পরিবহন ব্যবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং এই সাতজন জাপানি নাগরিক পরামর্শদাতা হিসেবে ঢাকার মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান বাংলাদেশের উন্নয়নযাত্রায় ও জাইকার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। 


অনুষ্ঠানে জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাতসুরা মিয়াজাকি বলেন, “বাংলাদেশের ভবিষ্যতের জন্য যারা লক্ষ্য ও নিষ্ঠা নিয়ে কাজ করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে, মর্মান্তিক এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের সবার প্রতিই আমি শ্রদ্ধা জানাই। আপনারা ওপারে শান্তিতে থাকুন।” 


নিহতদের অবদান ও স্মৃতির প্রতি সম্মান জানাতে এবং বাংলাদেশে জাইকার কার্যক্রমে নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাইকা ভবিষ্যতেও বৈশ্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি। 


জাপান সরকার ও বাংলাদেশ সরকার এবং আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন জাপানি পরামর্শক প্রতিষ্ঠানের অংশীদারিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মন্ত্রী ইশিজুকি হিদেও, আলমেক করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুজিমা তেতসুজি, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ নুরে আলম, অর্থ মন্ত্রণালয়ের এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, অর্থ মন্ত্রণালয়ের এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। তারা অনুষ্ঠানে নিহতদের স্মরণে বিশেষ বক্তব্য দেন।


বিডি প্রতিদিন/নাজিম





Source from Bangladesh Pratidin