চাঁদপুরের হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আজাদ সরকার (৫২) নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মনির হোসেন মিঠু কাজীকে (৫২) গ্রেফতার করেছে।
বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার মিঠু কাজী হাজীগঞ্জ উপজেলা সদরের টোরাগড় এলাকার মৃত হেন্দু মিয়া কাজীর ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এবং ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, মামলার ঘটনার পর দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এই মামলায় আগে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি ও মোবারক কাজীসহ কয়েকজন কারাগারে রয়েছে। এছাড়া, মামলায় আরও কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ছেলে হিমেল বাদী হয়ে ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, আসামিকে রাতেই নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে নিয়ে আসা হবে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/কেএ