নারায়ণগঞ্জে ৩ গরু চোর গ্রেফতার |


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরি সংঘটিত করা তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী গরু মালিক নাম আল আমিন (৩৫)। তিনি পেশায় কসাই। 


বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার গাংগুল কান্দি এলাকা হতে গরুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।


গ্রেফতারকৃত গরু চোররা হলো নাসিক সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকার হারুনুর রশিদের ছেলে মো. সোহান (২০), একই ওয়ার্ডের মজিববাগ এলাকার জয়নাল বেপারীর ছেলে সৈকত (২৪) এবং চাঁদপুর জেলার মৃত স্বপন মিয়ার ছেলে মো. শুভ (২০)।


ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেছেন, গরুর মালিক একজন কসাই। সে সিদ্ধিরগঞ্জ পুলস্থ মজিব মার্কেটে গরুর ব্যবসা করেন। প্রতিদিনের মতো ১ জুলাইও পরদিন বিক্রির উদ্দেশ্যে গরু এনে মার্কেটের সামনের খালপাড়ে বেঁধে রেখে নিজের কাজকর্ম সারছিলেন তিনি। ওইসময় গরুর মালিকের ব্যস্ততার সুযোগে গ্রেফতারকৃতরা কৌশলে গরুটি চুরি করে নিয়ে যান।


ভুক্তভোগী থানায় মামলা করার দুই ঘন্টার মধ্যে আমরা গরু উদ্ধার করার পাশাপাশি তিন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 


বিডি প্রতিদিন/এএম





Source from Bangladesh Pratidin