ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের |


নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও সংবিধানের মূলনীতিগুলো পুনর্বিন্যস্ত করার দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘অর্থবহ সংস্কার না করে নির্বাচন দিলে আবারও স্বৈরাচার তৈরি হবে।’


ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা আর কোনোদিন ফিরতে পারবে না। তবে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি, হানাহানি করার কারণে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফেরত আসার সুযোগ পায়, তাহলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।


বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে মামুনুল হক এসব কথা বলেন।


শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করে সংগঠনটির যশোর জেলা শাখা।


প্রধান অতিথির বক্তৃতায় মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের অন্যতম অংশীজন বাংলাদেশ খেলাফত মজলিস। আমাদের প্রায় সব কেন্দ্রীয় নেতা দীর্ঘ সময় কারাগারে বন্দী ছিলেন। ফ্যাসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনা আমাদের ধ্বংস করতে চেয়েছিল। এখন শেখ হাসিনা নিজেই দলবলসহ পালিয়ে গেছে।


খেলাফত মজলিস যশোরের সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, শরীফ সাঈদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অতিউল্লাহ মাহমুদ। এছাড়া দলটির খুলনা বিভাগের ১০ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তৃতা করেন।


বিডি প্রতিদিন/জুনাইদ 

 





Source from Bangladesh Pratidin