উইম্বলডনে ইতিহাস গড়লেন শিয়াওতেক, অ্যানিসিমোভার স্বপ্নভঙ্গ |


উইম্বলডনের গর্বিত সেন্টার কোর্টে ইতিহাস গড়লেন পোলিশ তারকা ইগা শিয়াওতেক। জীবনের প্রথম উইম্বলডন ফাইনালে চমক জাগানো অ্যামান্ডা অ্যানিসিমোভাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৬-০, ৬-০ গেমে শিরোপা নিজের করে নিলেন শিয়াওতেক।


মাত্র ৫৭ মিনিটের মধ্যে ফাইনালের নিষ্পত্তি করে, ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের পাশাপাশি, গ্র্যান্ড স্ল্যামে শততম জয়ের মাইলফলকেও স্পর্শ করলেন তিনি। এর মাধ্যমে তিনি হয়ে গেলেন উইম্বলডনজয়ী প্রথম পোলিশ খেলোয়াড়।


এই একতরফা ফাইনাল ফেরালো ৩৭ বছর আগের স্মৃতি। ১৯৮৮ সালে ফরাসি ওপেনের ফাইনালে নাতাশা জেভেরেভাকে একই স্কোরে হারিয়েছিলেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ। এবার সেই কীর্তির সঙ্গেই যুক্ত হলো শিয়াওতেকের নাম।


অ্যানিসিমোভার ফাইনালে ওঠার পথটিও কম চমকপ্রদ ছিল না। নানা ব্যক্তিগত সংগ্রাম আর মানসিক চাপ সামলে এই আমেরিকান খেলোয়াড় গত বছর কোর্টে ফিরেছেন দীর্ঘ বিরতির পর। এই আসরে তিনি একে একে প্রতিপক্ষদের হারিয়ে সেমিফাইনালে পরাজিত করেন বর্তমান নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কাকে। কিন্তু ফাইনালে এসে থেমে যেতে হয় নিখুঁত ফর্মে থাকা শিয়াওতেকের সামনে।


ফাইনালের পর শিয়াওতেক বলেন, ;খুবই পরাবাস্তব অনুভূতি। আমি কখনও ভাবিনি উইম্বলডনে এতটা দাপট দেখিয়ে শিরোপা জিতব। এটা যেন স্বপ্ন, যার অস্তিত্বই ছিল না আমার কল্পনায়।’


বিডি প্রতিদিন/মুসা





Source from Bangladesh Pratidin