জবি ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার, দুইজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা |


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় ছয় ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এরমধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এবং দুইজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞাসহ একজনকে সর্তক করা হয়েছে।


মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১০ জুলাই ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহীদ সাজিদ ভবনের নীচতলায় সংগঠিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিম্নোক্ত শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টতার মাত্রা বিবেচনায় তাৎক্ষণিকভাবে শাস্তি প্রদান করা হয়েছে। তদন্ত কমিটি কর্তৃক রিপোর্ট প্রদানের পূর্ব পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান (সেশন: ২০১২-১৩) এবং দর্শন বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (সেশন: ২০১২-১৩)-কে ক্যাম্পাসে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ (সেশন: ২০২০-২১), সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন (সেশন: ২০১৮-১৯), বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমান (মাস্টার্স সেশন: ২০২৩-২৪)-কে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আজিজুল হাকিম (সেশন: ২০২০-২১)-কে সতর্ক করা হয়েছে ও তার নামে ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।এই সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  


উল্লেখ্য, গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক এবং তিন শিক্ষার্থীর ওপর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেন। এরপরই থেকে ওই বিভাগের শিক্ষার্থীরা রবিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগে তালা ঝুলিয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। 


আজ রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করলে তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে বহিষ্কারের আদেশের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।




বিডি প্রতিদিন/নাজিম





Source from Bangladesh Pratidin